এ মোর করম দশা।
স্বামীর চরণ, ভজিয়া না সেবিলুম, না পূরিল মোর আশা।। ধু
জগতে জনমিলুম্, পাছে না চিন্তিলুম্, যৌবন হইল ক্ষীণ।
মোর হত কর্ম, বৃথা গেল জন্ম, স্বামীপদে হৈনু ভিন।।
ঘরে ছিল স্বামী, লাজেত বিভ্রমি, ডুবিনু অকর্ম রসে।
এ রূপ যৌবন, সব অকারণ, অভাগিনী কর্ম দোষে।।
গুরুর চরণে, আলি রাজা ভণে, অদ্যাপি না তেজ আশ।
স্বামী দাতা তন, যে লয় শরণ, কৃপালে না তেজ দাস।।