এ ধনি মানিনি মান নিবার।
আবীরে অরুণ শ্যাম অঙ্গ মুকুরপর
নিজ প্রতিবিম্ব নেহার।।
তঁহু এক রমণী শিরোমণি রসবতী
কোন ঐছে জগমাহ।
তোহারি সমুখে শ্যাম সহ বিলসব
কৈছন রস নিরবাহ।।
ঐছন সহচরী বচন হৃদয়ে ধরি
ঈষৎ হাসি সনে মান তেয়াগল।
উলসিত দুঁহে দোঁহা হেরি।।
পুন সব জন মেলি করয়ে বিনোদ কেলি
পিচকারি করি হাতে।
দ্বিজ চণ্ডীদাস আবীর যোগায়ত
সকল সখীগণ সাথে।।