এ ধনি মানিনি কঠিন পরানি।
এতহুঁ বিপদে তুহুঁ ন কহসি বানি।।
ঐছন নহ ইহ প্রেমক রীত।
অবকে মিলন হয়ে সমুচীত ।।
তোহারি বিরহে জব তেজব পরান।
তব তুহুঁ কা সঞে সাধবি মান।।
কে কহ কোমল-অন্তর তোয়।
তুহুঁ সম কঠিন হৃদয় নহি হোয়।।
অব জদি ন মিলহ মাধব সাথ।
বিদ্যাপতি তব ন কবহ বাত।