এ ধনি জনি কহ কানুক সন্দেশ।
বেকত তুহারি মুখ কহই সবহুঁ দুখ
কী ফল বচন বিশেষে।।
সো ষটপদসম সবহুঁ কুসুমে রম
হম তাহে এ হেন গঙারি।
জানি তিহ্নিক সুধি আরতি পঠাওলুঁ
তো হেন প্রাণ পিয়ারি।।
এ তুয় অধর ভ্রমর পয়ে দংশল
লোরে কাজর ঝরি গেল।
জানলুঁ পন্থ ছরম জলে ধোয়ল
অলক তিলক দূরে গেল।।
নীল-নিকুঞ্জ কন্টক হিয়ে লাগল
ঝামর ভেলহি জোতি ।
গোবিন্দদাস ভণ আন করিতে আন
বিহি সঞে কিয়ে নহি হোতি।।