এ ধনি কর অবধান।
তো বিনে উনমত কান।।
কারণ বিনু খেনে হাস।
কি কহএ গদ গদ ভাস।।
আকুল অতি উতরোল।
হা ধিক হা ধিক বোল।।
কাঁপএ দুরবল দেহ।
ধরই না পারই কেহ।।
বিদ্যাপতি কহ ভাখি।
রূপনরায়ন সাখি।।
এ ধনি কর অবধান।
তো বিনে উনমত কান।।
কারণ বিনু খেনে হাস।
কি কহএ গদ গদ ভাস।।
আকুল অতি উতরোল।
হা ধিক হা ধিক বোল।।
কাঁপএ দুরবল দেহ।
ধরই না পারই কেহ।।
বিদ্যাপতি কহ ভাখি।
রূপনরায়ন সাখি।।