এ ধনি এ ধনি বচন শুন।
নিদান দেখিয়া আইহু পুন।।
দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি।
যত তত করি নাহি ঔষধী।।
না বান্ধে চিকুর না পরে চির ।
না করে আহার না হয় থির।।
সোনার বরণ হইল শ্যাম।
সোঙরি সোঙরি তোহারি নাম।।
সুতল ভূতল সোঙরি রাধা।
কহই বচন না বুঝি আধা।।
তুলাখানি দিনু নাকের কাছে।
দেখিনু কেবল সোয়াস আছে।।
আছয়ে সোয়াস না রহে জীব ।
বিলম্ব না কর মোহর দিব।।
গোবিন্দদাসের বিরহ-বাধা ।।
ইহার ঔষধ কেবল রাধা।।