এ ধনি এ ধনি করু অবধান।
কহ পুন কি করব অনুচর কান।।
পহিলহি তোহারি বচন-পরমাণে।
কিশলয়ে সাজলোঁ মদন-শয়ানে।।
চন্দ্রক-পবন সঘন তনু দেল।
যতিখণে শ্রম-জল সব দূরে গেল।।
বিগলিত চিকুর যতনে পুন সম্বরী।
বকুল-মাল সঞে বান্ধলোঁ করবী।।
অঞ্জনে রঞ্জিলোঁ এ দুহুঁ নয়না।
তাম্বুলে পূরলো পঙ্কজ-বয়না।।
মৃগমদে লিখইতে উচ কুচ-জোর।
কাঁপে চপল কর-পল্লব মোর।।
ইথে যদি রোখবি কাঞ্চন-গোরি।
গোবিন্দদাস গুণ গাবউ তোরি।।