এ দূতি সুন্দরি করু অবধান।
রাই দরশন বিনে না রহে পরাণ।।
তুহুঁ সে চতুর দূতী কি কহবি হাম।
ঐছে করবি যাছে সিদ্ধি হউ কাম।।
বহুত যতন করি বুঝায়বি তায়।
নহে যদি পরবোধ ধরিবি তায় পায়।।
রঙ্গিণী আনি যদি মিলায়বি মোর।
নিশ্চয় কহিল দূতি দাস হব তোর।।
গোবিন্দদাস কহে মনে অভিলাষ।
সো ধনী লাগি অব তরুতলে বাস।।