এ তিন ভুবন মাঝে অবনী-মণ্ডল সাজে
তাহে পুন অতি অনুপাম।
শোক দুখ তাপত্রয় যার নামে শান্ত হয়
হেন সেই শান্তিপুর গ্রাম।।
কুবের পণ্ডিত তায় শুদ্ধ-সত্ত্ব দ্বিজরায়
নাভা দেবী তাহার গৃহিণী।
শন্তিপুরে করে স্থিতি কৃষ্ণ-পূজা করে নিতি
ভক্তি-হীন দেখিয়া অবনী।।
কলি-হত জীব দেখি মনে দুখ পায় অতি
ভক্ত্যে আরাধয়ে ভগবান।
সেই আরাধন-কাজে নাভা দেবী-গর্ভ মাঝে
মহাবিষ্ণু হৈলা অধিষ্ঠান।।
মাঘ মাস শুভক্ষণে শুক্লা সপ্তমী দিনে
অবতীর্ণ হৈলা মহাশয়।
দেখিয়া পণ্ডিত অতি হৈলা হরষিত-মতি
নয়নে আনন্দ-ধারা বয়।।
আচম্বিতে জগ-জনে আনন্দ পাইল মনে
কি লাগিয়া কেহো নাহি জানে।
এ বৈষ্ণবদাসে বলে উদ্ধার হইবে হেলে
পতিত পাষণ্ডী দীন হীনে।।