এ তিন ভুবনে ঈশ্বর গতি।
ঈশ্বর ছাড়িতে পরে শকতি।।
ঈশ্বর ছাড়িলে দেহ না রয়।
মানুষ ভজন কেমনে হয়।।
সাক্ষাৎ নহিলে কিছুই নয়।
মনেতে ভাবিলে স্বরূপ হয়।।
কহয়ে চণ্ডীদাস বুঝয়ে কে।
ইহার অধিক পুছয়ে যে।।
এ তিন ভুবনে ঈশ্বর গতি।
ঈশ্বর ছাড়িতে পরে শকতি।।
ঈশ্বর ছাড়িলে দেহ না রয়।
মানুষ ভজন কেমনে হয়।।
সাক্ষাৎ নহিলে কিছুই নয়।
মনেতে ভাবিলে স্বরূপ হয়।।
কহয়ে চণ্ডীদাস বুঝয়ে কে।
ইহার অধিক পুছয়ে যে।।