এ-কুল রাখি কি ও-কুল রাখি। গৌর-রূপ হেরে আমার হল এ কি।।
না দেখে রূপ ছিলাম ভাল, কেন রূপে নয়ন গেল,
গৃহ-কুল আর গৌর-কুল যাই কোন দিকি।।
আসতে কাটা যেতে কাটা গৌর হেরে, প্রাণ আমার যাবে দো-ধারে
লালন এখন কারে বোলবে কি।।