এ কথা শুনিয়া কৃষ্ণ বলরাম
লইল বসন কাড়ি।
পরিলা বসন ভাই দুই জন
তাহে মল্লবেশ ধরি।।
কাড়িয়া বসন মৃত্তিকা ভূষণ
রাঙ্গা ধূলা মাখি গায়।
নিবিড় বসন বান্ধিল সঘন
পীত ধড়া দিল তায়।।
নবীন মুঞ্জরী পরি দুটি ভাই
সমান দোঁহার বেশ।
দেখিয়া মূরতি অনুপম বেশ
ভুলল মথুরা-দেশ।।
শুনে কংস রাজা কৃষ্ণ বলরাম
আসি ধরে মল্লবেশ।
রজক বধিয়া বসন কাড়িয়া
লইল সে হৃষীকেশ।।
ক্রোধে কংস রায় ধরণ না যায়
ডাকিল কুবল-হাতী।
“শুণ্ডে জড়াইয়া মার দুই জনে
এই সে বাড়িয়ে রীতি।।
চণ্ডীদাস দেখি হাসিতে লাগিল
শুনিয়া কংসের কথা।
যে জন গোলক- সম্বদ্ তা সনে
কিবা হঠ কর হেথা।।