এ কথা যখন শুনিল যশোদা
কহিতে লাগল তায়।
কি বোল কি বোল আর আর বল
ঘন ঘন পুছে তায়।।
কাঁদি কহে নন্দ ঘুচিল আনন্দ
অক্রূর আইল নিতে।
কৃষ্ণ বলরাম লইতে দুজন
এই সে কংসের চিতে।।
এ কথা শুনিয়া নন্দ পানে চেয়ে
পড়িল ধরণীতলে।
কি হল কি হল গোকুল নগরে
কাঁদিয়া কাঁদিয়া বলে।।
যেমন কুলিশ ভাঙ্গিয়া পড়িল
তেমন যশোদা মাথে।
কি শুনিল মুই দারুণ বচন
অক্রূর আইল নিতে।।
যাহার ভয়েতে বেথিত অন্তর
নিতি পাঠাইত চর।
যাদু ধরিবারে গহন কাননে
আছে কত হয়ে ডর।।
তাহে কংস ঠামে যাব দুই জনে
না জানি কি জানি করে।
মায়ের অন্তর যাবে জর জর
এমন নাহিক সরে।।
চণ্ডীদাস বলে শুন নন্দরাণি
যে জন গোকুলপতি।
কি করিতে পারে কংস নৃপবরে
সে জন রহিব কতি।।