এহেন সুন্দর বেশ কেনে বনাইলুঁ।
নিরুপম গোরারূপ দেখিতে না পাইলুঁ।।
অকাজে রজনী যায় কিবা মোর হৈল।
নিশ্চয় জানিলুঁ মোরে বিধি বিড়ম্বিল।।
সুবাসিত গন্ধ আদি অগুরু চন্দন।
গৌর বিনে কার অঙ্গে করিব লেপন।।
কর্পূর তাম্বুল গুয়া দিব কার মুখে।
বাসু ঘোষ কহে নিশি যায় বড় দুখে।।