এস দয়াল মুরশিদ আমার না দেখলে প্রাণ বাঁচে না।
না দেখলে প্রাণ বাঁচে না, রে দয়াল, না দেখলে প্রাণ বাঁচে না।।
তুমি আমার চক্ষের পুতুল, ও তোমার দাসীর কথা হইছে ভুল,
তুমি বিনে আন্ধার গোকুল আমার দেবে আলো হইল না।
তুমি রে আমার নয়ন তারা, হই না যেন আজ চরণ ছাড়া।
তাই লালন বলে, নড়া চড়া হা রে নড়লে সে ভেদ পাবা না।।ধু