এস এস বন্ধু করুণার সিন্ধু
রজনী গোঙালে ভালে।
রসিকা রমণী পেয়ে গুণমণি
ভাল ত সুখেতে ছিলে।।
নয়ানে কাজর কপালে সিন্দুর
ক্ষতবিক্ষত হে হিয়া।
আঁখি ঢর ঢর পরি নীলাম্বর
হরি এলে হর সাজিয়া।।
ধিক্ ধিক্ নারী পর আশাধারী
কি বলিব বিধি তোয়।
এমত কপট ধৃষ্ট লম্পট শঠ
হাতেতে সঁপিলি মোয়।।
কাঁদিয়া যামিনী পোহালাম আমি
তুমি ত সুখেতে ছিলে।
রতিচিহ্ন সব লইয়া মাধব
প্রভাতে দেখাতে এলে।।
এই মিনতি রাখ ঐখানে থাক
আঙ্গিনাতে না আইস।
ছুঁইলে তোমারে ধরমে আমারে
না করিবে পরশ।।
লোকমুখে কত শুনিতাম যত
প্রতীত আজি হ’ল সব।
চণ্ডীদাস কয় নাগর দয়াময়
এত দয়ার স্বভাব।।