এত শুনি দোতি চলল ধনি পাশ।
যৈছনে নাহক পূরয়ে আশ।।
বচনক ভাতি আপন হিয়ে সাঁচি।
মিললি মুগধি-সঞে গুরুজনে বাঁচি।।
হেরি সুধামণি হরিণ-নয়ানী।
পুছইতে না পুছয়ে তা সঞে বাণী।।
কহ যদুনন্দন কর অবধান।
তোহরি নিয়ড়ে মুঝে ভেজল কান।।
এত শুনি দোতি চলল ধনি পাশ।
যৈছনে নাহক পূরয়ে আশ।।
বচনক ভাতি আপন হিয়ে সাঁচি।
মিললি মুগধি-সঞে গুরুজনে বাঁচি।।
হেরি সুধামণি হরিণ-নয়ানী।
পুছইতে না পুছয়ে তা সঞে বাণী।।
কহ যদুনন্দন কর অবধান।
তোহরি নিয়ড়ে মুঝে ভেজল কান।।