এত বলি যত বালক-মণ্ডল
শ্রীমুখ-পানেতে চেয়ে।
কেহ কান্দে–‘ভাই ভাই ভাই’ –বলি
পড়ে মুরছিত হয়ে।।
ছল ছল বারি চতুর মুরারি
উঠব রথের ‘পরে।
হেন বেলে সব গোপিনী ধাওল
পাইয়া নিশ্চয় সরে।।
“কতি যাবে ছাড়ি, অখল রমণী
মো সব সঙ্গেতে লহ।
কিবা আর সাধ সব হল বাদ
এই সে কারণে গেহ।।
লেহ বাড়াইয়া নিদান করিলে
স্ত্রীবধ-পাতকী সারা।
মধুপুর দেশে যাইবে ছাড়িয়া
এই সে তোমার ধারা।।
এত ছিল মনে লেহ কৈলে কেনে
অবলা রমণী-সনে।”
আর কি দেখহ মথুরা-গমন
দীন চণ্ডীদাস ভণে।।