এত বলি বিনোদিনী রাই।
ক্ষেণে ক্ষেণ ধরণী লোটাই।।
অচেতন চেতন না হয়।
শ্যাম পানে নয়ন থাপায়।।
ক্ষেণে আঁখি মুদি রহে রাই।
পুন রাই পথ পানে চাই।।
যেন চাঁদ মুখের বয়ান।
ভেল যেন অধিক মেলান।।
হুতাশ পাইয়া চন্দ্র-মুখী।
সদা শ্যামরূপখানি দেখি।।
সোনার পুথলি যেন লুটে।
অবনী উপরে যেন উঠে।।
বয়ানে নাহিক কিছু ভাষ।
চরণে লোটায় চণ্ডীদাস।।