এত দিন ছিলে কোথা।
ছাড়িয়া জননী বাছা যাদুমণি
হিয়ায়ে মারিয়ে ব্যথা।।
ও মোর বাছনি চাঁদ-মুখখানি
দেখিয়ে নয়ান ভরি।
দুষ্ট কংস লাগি তোমা হেন পুত্রে
ভেজল গোকুল পুরী।।
শোকেতে আকুল পরাণ বিকল
এই দেখ তনু সারা।
যেন আঁখে আসি তারা দুটি বসি
দেখিল উজোর পারা।।
পরাণ-প্রদীপ কেবল লোচন
এত দিন ছিলে কোথা।
কোলে যদুমণি এ ক্ষীর নবমী
বদনে দেওল তোমা।।
বসুদেব-সুত লীলা অদভুত
অপার মহিমা যার।
দ্বিজকুল যত কুলের আখ্যান
করিতে আছয়ে তার।।
এ চূড়া করণ বিবিধ বিধান
আয়োজন করে অতি।
চণ্ডীদাস কহে নন্দের বিদায়
আগে সে করহ ইতি।।