এতেক যুবতী আছে গোকুল নগরে।
কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।।
কখন যাহারে মুঞি দেখি নাই স্বপনে।
কলঙ্ক তোলায় লোকে সে জনার সনে।।
ভাদরে দেখিনু নট চাঁদে।
সেই হইতে মোর উঠে পরিবাদে।।
স্বামী ছায়ায় মারে বাড়ী।
তার আগে কু-কথা কয় দারুণ শাশুড়ী।।
ননদী দেখয় চোখের বালি।
শ্যাম নাগর তুলাইয়া সদাই পাড়ে গালি
এ দুখে মোর পাঁজর হইল কাল।
ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল।।
কাহারে কহিব সই মনের কথা।
বলরাম দাস বলে কি হইল বিধাতা।।