এতদিনে সদয় হইল মোরে বিধি।
আনি মিলায়ল গোরাগুণনিধি।।
এতদিনে মিটল দারুণ দুখ।
নয়ন সফল ভেল দেখি চাঁদমুখ।।
চির উপবাসী ছিল লোচন মোর।।
চাঁদ পাওল যেন তৃষিত চকোর।।
বাসুদেব ঘোষে গায় গোরা পরবন্ধ।
লোচন পাওল যেন জনমের অন্ধ।।
এতদিনে সদয় হইল মোরে বিধি।
আনি মিলায়ল গোরাগুণনিধি।।
এতদিনে মিটল দারুণ দুখ।
নয়ন সফল ভেল দেখি চাঁদমুখ।।
চির উপবাসী ছিল লোচন মোর।।
চাঁদ পাওল যেন তৃষিত চকোর।।
বাসুদেব ঘোষে গায় গোরা পরবন্ধ।
লোচন পাওল যেন জনমের অন্ধ।।