একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি
জলের ভিতর শ্যাম রায়।
ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে
পুন কানু জলেতে মিশায়।।
অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি
ধীরে ধীরে কর বাড়াইনু।
কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই
আকুল হইয়া জলেতে ডুবিনু।।
ঢেউ মোর হৈল কাল না পাইলাম নন্দলাল
উঠিলাম যমুনার নীরে।
না দেখি বন্ধুর মুখ হইল বিষম দুখ
কাঁদিতে কাঁদিতে আইলু ঘরে।।
জ্ঞানদাসের বাণী শুন রাধা বিনোদিনী
মিছা কেন ডুবেছিলে জলে।
বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া
শ্যাম ছিল কদম্বের ডালে।।