“একাদশ স্থানে বৃহস্পতি আছে
তৃতীয়াএ আছে শনি।
বুধ বলবান্ দশায়ে আছয়ে
বৎসর ভালই গণি।।
কেতু রাহু আছে অতি শুভ গ্রহ
মঙ্গল গোচর জানি।”
শুনিঞা আনন্দ ঘুচে মন-ধন্ধ
ভাল সে ভাবিয়া গণি।।
এ সব গণন গণিয়া গণক
পাইল সুফল দশা।
এ সব বচন শুনিতে রাধার
হইল আনন্দ-আশা।।
গণক তুষিয়া হরস হইয়া
বৈঠল কিশোরী গোরী।
করের রতন অঙ্গুরি গণকে
তুরিতে দিলেন পেলি।।
চলিলা গণক আপন মন্দির
হরষ বদন হঞা।
দেয়াসির বোলে গণকের বাণি
এ দুই সমান পাঞা।।
পুনরপি ধনী কহে এক বাণী–
“শুনহ সজনি সই।
আর এক আছে আগ উঠাইতে”–
চণ্ডিদাস গুণ গাই।।