একলা যাইতে যমুনা ঘাটে।
পদচিহ্ন মোর দেখিল বাটে।।
প্রতি পদচিহ্ন চুম্বয়ে কান।
তা দেখি আকুল বিকল প্রাণ।।
নাসা পরশিয়া রহলি দূরে।
লোক দেখিলে কি বলিবে মোরে।।
হাসি হাসি পিয়া মিলল পাশ।
তা দেখি কাঁপয়ে গোবিন্দদাস।।