একমুখে কি কহিব গোরাচাঁদের লীলা।
হামাগুড়ি নানা রঙ্গে যায় শচীবালা।।
লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর।
পাকা বিম্বফল জিনি সুন্দর অধর।।
অঙ্গদ বলয়া শোভে সুবাহুযুগলে।
চরণে মগরা খাড়ু বাঘনখ গলে।
সোণার শিকলি পীঠে পাটের থোপনা।
বাসুদেব ঘোষ কহে নিছনি আপনা।।
একমুখে কি কহিব গোরাচাঁদের লীলা।
হামাগুড়ি নানা রঙ্গে যায় শচীবালা।।
লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর।
পাকা বিম্বফল জিনি সুন্দর অধর।।
অঙ্গদ বলয়া শোভে সুবাহুযুগলে।
চরণে মগরা খাড়ু বাঘনখ গলে।
সোণার শিকলি পীঠে পাটের থোপনা।
বাসুদেব ঘোষ কহে নিছনি আপনা।।