এই সে রস নিগূঢ় ধন্য।
ব্রজ বিনা ইহা না জানে অন্য।।
দুই রসিক হইলে জানে।
সেই ধন সদা যতনে আনে।।
নয়নে নয়নে রাখিবে পীরিতি।
রাগের উদয় এই সে রীতি।।
রাগের উদয় বসতি কোথা।
মদন মাদন শোষণ যথা।।
মদন বৈসে বাম নয়নে।
মাদন বৈসে দক্ষিণ কোণে।।
শোষণ বাণেতে উপানে চাই।
মোহন কুচেতে ধরয়ে ভাই।।
স্তম্ভন শৃঙ্গারে সদাই স্থিতি।
চণ্ডীদাস কহে রসের রতি।।