এই মত নিতি বনে বিহরয়
অপার যাহার লীলা।
নিতি নিতি নব এ নব কৈশোর
কে হেন জানিব খেলা।।
প্রভাতে উঠিয়া গোঠে আরোহণ
আইলা যতেক শিশু।
ভাই ভাই বলি ডাকে কত জনা
ছিদাম আছয়ে পাছু।।
সুবল যাইয়া কানু জাগাইয়া
কহিছে মধুর বাণী।
“গোঠেতে যাইতে শিশু চারি ভিতে
কিনা যাবে ইহা শুনি।।
বল দেখি ভাই মোরা শুনি তাই ”
দু’আঁখি কচালি করে।
“আজিকার মত কহিয়ে বেকত
আজি সে রহিব ঘরে।।”
সুবল জানল কানুর চরিত
কহিতে লাগল তায়।
“আজুকার বড় ভ্রমেতে আগল
কিছু সুখ চায়।।
চল সব গণে ধেনু বৎসগণে
ক্ষেতে চরাইব ধেনু।”
শুনি সব জন সুবল-বচন
“আজু না চলব কানু।।”
আপনার ঘরে সব জন চলি
ধেনুগণ করে মেলা।
নিকট আটনে চরে ধেনুগণে
চণ্ডীদাস তথা গেলা।।