এই ভাব তোমারে কে শিখাইল–কোন মানুষে
কোন্ ভাবিনী আইসে যোগিনীর পাড়ায় বসে, কোন্ মানুষে।
ও এক ভাবের এক মানুষ আইসে,
ও ঘুরে বেড়ায় তালাসে–কোন্ মানুষে।
‘জয় রাধে, শ্রীরাধে’ বলে ও দেহ-তরী দিলাম ছাইড়া
সোনার কমল সুরধুনীর ঘাটে
দেখ নাগরী যায় ভেসে, –কোন্ মানুষে।