এই পথে নিতি কর গতায়তি
নুপূরের ধ্বনি শুনি।
রাধ সঙ্গে বাস আমারে নৈরাশ
আমি বঞ্চি একাকিনী।।
বঁধু হে, ছাড়িয়া নাহিক দিব।
হিয়ার মাঝারে রাখিব তোমারে
সদাই দেখিতে পাব।।
শুন সখীগণ করিয়া যতন
লয়ে চল নিকেতনে।
আজুকার নিশি রাধিকা রূপসী
বঞ্চুক নাগর বিনে।।
এতেক শুনিয়া করেতে ধরিয়া
লইয়া চলিল বাস।
রাধা-ভয়ে হরি কাঁপে থর থরি
ভণে দ্বিজ চণ্ডীদাস।।