উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ
দারুণ দুরদিন মান।
বিরহ-হিলোলহি দর দর অন্তর
দোলত চপল পরাণ।।
তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির
মনমথ-তূণ সমান।
একল বিকল সকল নিশি বিলপই
অবিরত ঝরয়ে নয়ান।।
উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ
দারুণ দুরদিন মান।
বিরহ-হিলোলহি দর দর অন্তর
দোলত চপল পরাণ।।
তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির
মনমথ-তূণ সমান।
একল বিকল সকল নিশি বিলপই
অবিরত ঝরয়ে নয়ান।।