উদিত পূরণ নিশি নিশাকর
কিরণ করু তম দূরি।
ভানুনন্দিনী পুলিন পরিসর
শুভ্র শোভিত ভূরি।।
মন্দ মন্দ সুগন্ধ শীতল
চলত মলয় সমীর।
ভ্রমর গণ ঘন ঝঙ্করু কত
কুহরে কোকিল কীর।।
বিহরে বরজ কিশোর।
মধুর বৃন্দা বিপিন মাধুরী
পেখি পরম বিভোর।।
দেব দুলহ সুরাস মণ্ডলে
বিপুল কৌতুক আজ।
বংশীকর গহি অধর পরশত
মোদ ভরু হিয় মাঝ।।
রাধিকা গুণ চরিত ময়বর
বিরচি বহুবিধ গীত।
গান রত রতি- নাথ মদভর
হরণ নিরুপম নীত।।
কঞ্জ লোচনে ললিত অভিনয়
বরিষে রস জনু মেহ।
ভনব কিয়ে ঘন- শ্যাম প্রকটত
জগতে অতুলিত নেহ।।