উদসল কুন্তল ভারা।
মূরতি শিঙ্গার লখিমি অবতারা।।
অতিশয় প্রেম বিকারা।
কামিনি করত পুরুখ বিহারা।
ডোলত মোতিম হারা।
যামুন জলে যৈছে দূধক ধারা।।
কুচকুম্ভ পালটল বয়না।
রস অমিয়া জনু ঢারল ময়না।।
প্রিয়তম কর তহিঁ দেবা।
সরসিজ মাঝে জনু রহল চকেবা।।
ক্বন ক্বন কিঙ্কিণি বাজে।
জয় জয় ডিণ্ডিম মদন সমাজে।।
রসিক শিরোমণি কান।
কবিরঞ্জন রস ভাণ।।