উঠিতে কিশোরী বসিতে কিশোরী
কিশোরী গলার হার।
কিশোরী ভজন কিশোরী পূজন
কিশোরী-চরণ সার।।
শয়নে স্বপনে গমনে কিশোরী
ভোজনে কিশোরী আগে।
করে করে বাঁশী ফিরি দিবানিশি
কিশোরীর অনুরাগে।।
কিশোরী-চরণে পরাণ সঁপেছি
ভাবেতে হৃদয় ভরা।
দেখো হে কিশোরি অনুগত জনে
করো না চরণ-ছাড়া।।
কিশোরীর দাস আমি পীতবাস
ইহাতে সন্দেহ যার।
কোটি যুগ যদি আমারে ভজয়ে
বিফল ভজন তার।।
কহিতে কহিতে রসিক নাগর
তিতল নয়ন-জলে।
চণ্ডীদাস কহে নবীন কিশোরী
বঁধুরে করিল কোলে।।