ইক্ষু রোপিনু গাছ যে হইল
নিঙ্গাড়িতে রসময়।
কানুর পীরিতি বাহিরে সরল
অন্তরে গরল হয়।।
সই,কে বলে মিঠা ইক্ষু গুড়।
পরের বচনে চাকিনু বদনে
খাইনু আপন মুড়।।
চাকিতে চাকিতে লাগিল জিহ্বাতে
পহিলে লাগিল মিঠ।
মোদক আনিয়া ভিয়ান করিয়া
এবে সে লাগিল সীট।।
মশল্লা আনিনু আগুনে চড়ানু
বিছুরিনু আপন ভাব।
কানুর পীরিতি বুঝিনু এমতি
কলঙ্ক হইল লাভ।।
আপন করমে বুঝিনু মরমে
বস্তুর নাহিক দোষ।
চণ্ডীদাস কহে পীরিতি করিয়া
কেবা কোথা পাইল যশ।।