আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিষে যেহ্ন
ঝরএ নয়নের পাণী।
আল বড়ায়ি।
সংপুটে প্রণাম করি বুইলোঁ সব সখিজনে
কেহো নান্দে কাহ্নঞিকে আণী।।
আল বড়াবি চাহা চাহা।
কোণ দিগেঁ মৌহরী বাজে।।ধ্রু।।
রূপস দেখিএ যথাঁ নানা ফুল ফল গড়া
সেই সে কাহ্নঞিঁর দেশ।
নান্দের নন্দন কাহ্ন … … …
সোঁঅরিতেঁ পাঞ্জর শেষ।।
কাহ্নঞিঁ বিহাণে মোর সকল সংসার ভৈল
দশ দিগ লাগে মোর শূন।
আঞ্চলের সোনা মোর কে না হরি লআঁ গেল
কিবা তার কৈলোঁ অগুণ।।
তোহ্মার আগত সত্যে বুয়িলোঁ বড়ায়ি
তোর বোল না করিবোঁ আনে।
আণিআঁ কাহাঞিঁ দেহ বড়ু চণ্ডীদাস গাএ
বন্দিআঁ বাসলীচরণে।।