আশ্বিনে অম্বিকাপূজা দুর্গা মহোৎসবে।
কান্ত বিনে যে দুখ তা কার প্রাণে সবে।।
শরত-সময়ে নাথ যার নাহি ঘরে।
হৃদয়ে দারুণ শেল অন্তর বিদরে।।
ও গৌরাঙ্গ প্রভু হে মোরে কর উপদেশ।
জীবনে মরণে মোর করিহ উদ্দেশ।।
আশ্বিনে অম্বিকাপূজা দুর্গা মহোৎসবে।
কান্ত বিনে যে দুখ তা কার প্রাণে সবে।।
শরত-সময়ে নাথ যার নাহি ঘরে।
হৃদয়ে দারুণ শেল অন্তর বিদরে।।
ও গৌরাঙ্গ প্রভু হে মোরে কর উপদেশ।
জীবনে মরণে মোর করিহ উদ্দেশ।।