আলো মোর গৌর কিশোর।
পুরব প্রেমরসে ভোর।।
দু নয়নে আনন্দলোর।
কহে পহুঁ হইয়া বিভোর।।
পাওলুঁ বরজকিশোর।
সব দুখ দুরে গেও মোর।।
চির দিনে পায়লুঁ পরাণ।
যৈছন অমিয়াসিনান।।
হেরি সহচরগণ হাস।
গাওই চৈতন্যদাস।।
আলো মোর গৌর কিশোর।
পুরব প্রেমরসে ভোর।।
দু নয়নে আনন্দলোর।
কহে পহুঁ হইয়া বিভোর।।
পাওলুঁ বরজকিশোর।
সব দুখ দুরে গেও মোর।।
চির দিনে পায়লুঁ পরাণ।
যৈছন অমিয়াসিনান।।
হেরি সহচরগণ হাস।
গাওই চৈতন্যদাস।।