আলসে শুতল দোঁহে মদন শয়ানে।
উরে উর দোঁহে দোঁহার বয়ানে বয়ানে।।
দুহুঁক উপরে দোঁহে দুহুঁ শির রাখি।
কনয়াজড়িত যেন মরকত কাঁতি।।
রতিরসে পণ্ডিত নাগর কান।
রতিরণে পরাভব ভেল পাঁচবাণ।।
স্বেদমকরন্দ বিন্দু বিন্দু গায়।
নরোত্তম দাস করু চামরের বায়।।
আলসে শুতল দোঁহে মদন শয়ানে।
উরে উর দোঁহে দোঁহার বয়ানে বয়ানে।।
দুহুঁক উপরে দোঁহে দুহুঁ শির রাখি।
কনয়াজড়িত যেন মরকত কাঁতি।।
রতিরসে পণ্ডিত নাগর কান।
রতিরণে পরাভব ভেল পাঁচবাণ।।
স্বেদমকরন্দ বিন্দু বিন্দু গায়।
নরোত্তম দাস করু চামরের বায়।।