আর খেলে খেলা বাজিকর-বালা
দেখায় পাণ্ডব-বংশ।
ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর
অর্জ্জুন ধরিল অংশ।।
নকুল আকৃতি ধরিলা মূরতি
সহদেব রূপ প্রায়।
দেখিতে রাজার চিত মন হরে
নয়নে দেখিল তায়।।
ত্যজি আনরূপ ধরিল তখনি
শিশুপাল -রূপ হয়।
সূর্য্যবংশকুল ভগীরথগণ
অজ আদি করি নয়।।
নানা রাজকুল নানা অবতার
দেখিলা অনেক খেলা।
কহেন রাজন্– “আর কিবা জান
কহ বাজিকরবালা।।”
“আর খেলা আছে বৃকভানু- রাজে
কহি যে তোমার কাছে।
একমন করি হেরহ রাজন্,
খেলি এ সভার মাঝে।।”
চণ্ডীদাস বলে– পুন সে ধরিল
নন্দ উপনন্দ যত।
যশোদা রোহিণী বরজ-রমণী
তাহা দেখাইল কত।।