“আর কি শুনব তার বাণী
শুনিয়া জুড়াব মোর প্রাণী।।
এ ক্ষীর নবনী দিব কায়।
আর কে ডাকিবে বলি মায়।।
মুই বড় অভাগিনী রামা।
ত্রিভুবনে নাহি কোন জনা।।
যে পুত্র-নবীন-তনুখানি।
আতপে মিলায়া হেন জানি।।
যে জন চিরায়ে পিয়ে দুধ।
হেন বা করয়ে অনুরোধ।।
সে শিশু রহল মধুপুর।
মথুরা রহল বহু দূর।।
মরিব গরল বিষ খেয়ে।
কিবা ছার এ তনু রাখিয়ে।
জানিল বিধাতা ভেল বাম।
যবহুঁ তেজল ঘনশ্যাম।।
এমন বা জানিথু স্বপনে।
তবে কি ছাড়িথু নবঘনে।।”
চণ্ডীদাস ব্যথিত হিয়ায়।
নন্দেরে সে ধরিয়া রহায়।।