আর কবে হবে মোর শুভখন দিন।
নয়ানে নেহারিতে না বাসব ভিন।।
এ সখি এ সখি নিবেদন তোয়।
সো কি সুধামুখী মীলব মোয়।।
আধ মুচকি হাসি হেরব নয়নে।
সুমধুর বোল কি শূনব শ্রবণে।।
কুচযুগ করে পরশিতে যব যাব।
করে কর বারি বয়ন পালটাব।।
চরণ পরশি মুখ করব সরস।
রসাবেশে মঝু হিয়ে করব অলস।।
রাই রঙ্গিণি মঝু মীলব কোর।
সফল জীবন তব হোয়ব মোর।।
ঐছন কাতর নাগর ভাষ।
শুনি কবিরঞ্জন চলু ধনি পাশ।।