আর কত বোল সই আর কত বোল।
নিভান অনল আর পুন কেন জাল।।
যে অনলে পোড়ে হিয়া সে অনলে সেকি।
কস্তুরী লেপিয়া অঙ্গে শ্যামনাম লেখি।।
শ্যামপরসঙ্গ বিনে যদি প্রাণ রয়।
তমু ত দারুণ লোকে এত কথা কয়।।
জ্ঞান কহে বিনোদিনি নিবারহ চিতে।
কালায় মাতল মন কি করে কথাতে।।
আর কত বোল সই আর কত বোল।
নিভান অনল আর পুন কেন জাল।।
যে অনলে পোড়ে হিয়া সে অনলে সেকি।
কস্তুরী লেপিয়া অঙ্গে শ্যামনাম লেখি।।
শ্যামপরসঙ্গ বিনে যদি প্রাণ রয়।
তমু ত দারুণ লোকে এত কথা কয়।।
জ্ঞান কহে বিনোদিনি নিবারহ চিতে।
কালায় মাতল মন কি করে কথাতে।।