আর এক শুন পরম নির্গুণ
তিনের উপরে তিন।
সাতের উপরে এক জ্যোতির্ম্ময়
পুরুষ-ভূষণ-চিহ্ন।।
এক পদ্ম তার মুদিত বেকত
তা’পরে মণ্ডল চারি।
তা’পরে বসতি এক সে পুরুষ
নয়নে মুদিত টারি।।
সেই ষোল কলা তিগুণ করিতে
তাহার কলার কলা।
কলার যে অংশ সেই শত গুণ
তাহাতে নয়ের মেলা।।
নয় নয় গুণ গুণ মিশাইলে
তাহাতে যে গুণ হয়।
তাপর যে রহে সেই গুণ দর
জগতে সে গুণ নয়।।
অষ্ট অস্ট মোক্ষ রসে রসে বস
ত্রিগুণের গুণের গুণে।
সে গুণ গাইতে বড় অভিলাষ
দ্বিজ চন্ডীদাস ভণে।।