আর এক বানি শ্রবণ করহ,”
কহেন এ সুক মুনি।
“নিষ্ঠার আকৃতি সুনহ প্রকৃতি
সুনহ তাহার বানি।।
এক ভৃঙ্গ কিটে ধরে আর পোকে
তাহারে লইঞা ঘরে।
বিন্ধিয়া মারএ সেই সে পোকারে,
সুন রাজা নৃপবরে।।
বিন্ধিতে বিন্ধিতে সেই পোক মরে
চাহিয়্যা ভৃঙ্গের পানে।
তেজিলে পরানে চাহি তার পানে
টানয়ে আপন স্থানে।
আপন স্বভাব সেই সে পোকের
হয়েন ভৃঙ্গের কায়া।
সুজন-সঙ্গতি নিষ্ঠার আকৃতি
পাইল আপন ছায়া।।
তেমন পুতনা সাক্ষাত ইশ্বর
করিতে দুগ্ধের পান।
দেখিয়া গোচরে প্রভু ভগবান
সে জন তেজিল প্রাণ।।
ভৃঙ্গের সমান কায়া পুন পায়
জারে জে ভাবিয়া মরে।
সেই গতি তার বৈকুণ্ঠ চলল
সুন রাজা নৃপবরে।।
সুজন- সঙ্গতি ঐছন এ রিতি
কহিল ঐ সব বানি।
সাক্ষাত দরসে পরান তেজল
পাইল মুকুতি খানি।।”
চণ্ডিদাস বলে– “এই হেতু, রাজা,
পুতনা পাইল মু্ক্তি।
সাক্ষাতে পাইঞা পরসতকর
উত্তম হইল গতি।।”