আর এক দিন গৌরাঙ্গসুন্দর
নাহিতে দেখিলুঁ ঘাটে।
কোটি চাঁদ জিনি বদন সুছান্দ
দেখিয়া পরাণ ফাটে।।
কিবা সে অমল কমল আয়ত
তেরছ নয়ানে চায়।
বারেক দেখিয়া কোন সে যুবতি
পরাণ ফিরিয়া পায়।।
ঢল ঢল কাঁচা সোণার বরণ
লাবণি জলেতে ভাসে।
যুবতী উমতি আউদড় কেশে
রহই পরশ-আশে।।
আধ কুন্তল লোটন পিঠেতে
সোণার কুণ্ডল কানে।
মুখ মনোহর বুক পরিসর
কেনা কৈল নিরমাণে।।
সজল বসন নিতম্ব লম্বন
আই কি হেরিলুঁ যে।
কামের পাটেতে রতির বিলাস
কহি মুরছিল সে।।
সিংহের শাবক জিনিয়া মাঝারি
উলটি কদলী ঊরু।
গোবিন্দদাস কহই বিষম
কামের কামান ভুরু।।