আর এক দিই লেখা সকলেই বন্ধু সখা
দুই চারি দাসী মোর আছে।
কহি শুন আর কথা পাছে হেঁট কর মাথা
ননী চুরি করো ব্রজমাঝে।।
যতেক ব্রজের নারী দধির পশরা সারি
মথুরার বিকে তারা যায়।
পথ আগুলিয়া রও দধিদুগ্ধ কাড়ি খাও
এই কি উচিত তোরে ভায়।।
নারীগণ সিনান করে বসন রাখিয়া তীরে
তাহা চুরি কর কি লাগিয়ে।
বাজায়ে মোহন বাঁশী ব্রজবধূ কর দাসী
আপনা আপনি বড় হৈয়ে।।
খাওয়াও পরের খন্দ এখনি করিব দণ্ড
লয়ে যাব কংস বরাবরে।
দাস পূর্ণানন্দ কয় এই মোর পরিচয়
শ্যাম নাগর পড়িল ফাঁপরে।।