আর এক গোপী যাইতে বাহিরে
দেখিল তাহার পতি।
তাহারে রুষিয়া কহিছে গঞ্জিয়া
নিশিতে যাইবে কতি।।
একে ঘোর রাতি তাহাতে স্ত্রী জাতি
ভয় নাহিক মনে।
নাহি লাজ-ভয় কুলের কলঙ্ক
কি করি যাইবি বনে।।
অনেক গঞ্জিয়া তাহারে ধরিয়া
লইয়া থুইল ঘরে।
* * * *