আর একদিন গৌরাঙ্গ সুন্দর
নাহিতে দেখিলুঁ ঘাটে।
কোটি চাঁদ জিনি বদন সুন্দর
দেখিয়া পরাণ ফাটে।।
অঙ্গ ঢল ঢল কনক কষিল
অমল কমল আঁখি।
নয়ানের শর ভাঙ ধনুবর
বিঁধয়ে কামধানুকী।।
কুটিল কুন্তল তাহে বিন্দু জল
মেঘে মুকুতার দাম।
জলবিন্দু ঝরে থরে থরে মোতি
হেরিয়া মূরছে কাম।।
মোছে সব অঙ্গ নিঙ্গাড়ি কুন্তল
অরুণ বসন পরে।
বাসু ঘোষ কয় হেন মনে লয়
রহিতে নারিব ঘরে।।