আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বলায়।।
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে।
পাপিয়া পাষণ্ড মতি না রাখিল দেশে।।
পাটবসন পরে নিতাই মুকুতা শ্রবণে ।
ঝলমল ঝলমল নানা অভরণে।।
সঙ্গে সঙ্গে যায় নিতাইর রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর ।।
চৌদিকে হরিদাস হরিবোল বলায়।
জ্ঞানদাস নিশিদিশি নিতাইর গুণ গায়।।